পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার আচরণ গ্রহনযোগ্য নয়: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i47719-পরমাণু_সমঝোতার_ব্যাপারে_আমেরিকার_আচরণ_গ্রহনযোগ্য_নয়_আরাকচি
তেহরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বিষয়ে আমেরিকার আচরণ কিছুতেই গ্রহনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২১, ২০১৭ ১৬:৩৬ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

তেহরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বিষয়ে আমেরিকার আচরণ কিছুতেই গ্রহনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

রাশিয়ার মস্কোকে অনুষ্ঠিত পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কিত শীর্ষ সম্মেলনে আরাকচি আমেরিকার সমালোচনা করে বলেছেন, "আমেরিকা নিজেই বিভিন্ন ইস্যুতে পরমাণু সমঝোতার ধারা এবং এর চেতনা লঙ্ঘন করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্য এবং পরমাণু সমঝোতার ব্যাপারে তার বিতর্কিত অবস্থানের কারণে আন্তর্জাতিক এ সমঝোতা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।"

তিনি বলেন, "ইরান পরমাণু সমঝোতার প্রতিটি ধারা মেনে চলছে। আন্তর্জাতিক আণবিক শক্তিসংস্থা বা আইএইএ বহুবার প্রত্যয়ন করেছে, তেহরান পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাই পরমাণু সমঝোতা নিয়ে আবার কোনো ধরনের আলোচনা হবে না এবং এতে কোনো পরিবর্তন আনাও সম্ভব নয়।"

ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তিসংস্থা বা আইএইএ এখন পর্যন্ত ৮ বার  প্রত্যয়ন করার পরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৩ অক্টোবর শুক্রবার রাতে  ইরান বিরোধী বিদ্বেষপূর্ণ বক্তব্য দেন।  ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে- এ কথার স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২১