আফগানিস্তানের নিরাপত্তাই ইরানের নিরাপত্তা: প্রেসিডেন্ট রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আফগানিস্তানের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে। বৃহস্পতিবার রাতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি’র সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ মন্তব্য করেন।
আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে রুহানি বলেন, আফগান সরকার অত্যন্ত সচেতনভাবে সন্ত্রাসীদের দমন, বিভেদ সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করা এবং ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করার নীতি গ্রহণ করেছে যা সন্তোষজনক।
আফগানিস্তানে আফিম চাষ বন্ধ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, বর্তমানে মাদকদ্রব্য এ অঞ্চলের দেশগুলোর পাশাপাশি গোটা বিশ্বের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কাজেই পরস্পরের সহযোগিতায় এই দ্রব্য উৎপাদন ও ছড়িয়ে পড়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
ইরানের প্রেসিডেন্ট আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করে বলেন, শিগগিরই চাবাহার বন্দর উন্নয়নের কাজ শেষ হবে এবং আফগানিস্তান নিজের পণ্য আমদানি-রপ্তানির কাজে এই বন্দর ব্যবহার করতে পারবে।
টেলিফোনালাপে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ইরানের কেরমানশাহ প্রদেশে সাম্প্রতিক ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে ইরানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, আফগানিস্তান ও ইরানের জনগণ সুদীর্ঘকাল ধরে শান্তিপূর্ণ সহাবস্থান করে এসেছে এবং সুখে-দুঃখে পরস্পরের পাশে ছিল।
প্রেসিডেন্ট গনি বলেন, মাদক উৎপাদন ও চোরাচালানের বিরুদ্ধে তার সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং এই অশুভ তৎপরতার মূলোৎপাটন করতে বদ্ধ পরিকর। তিনি ইরানের সঙ্গে সব ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক স্থাপন করার আগ্রহ প্রকাশ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪