বায়তুল মুকাদ্দাস মুসলমানদের, প্রতিরোধ চলবে: ইরানের সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i49529-বায়তুল_মুকাদ্দাস_মুসলমানদের_প্রতিরোধ_চলবে_ইরানের_সেনাপ্রধান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সতর্ক করে বলেছেন, বায়তুল মুকাদ্দাস শহর ইসলাম ও মুসলমানদের সম্পদ এবং এই শহর ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৭ ০৭:২৮ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সতর্ক করে বলেছেন, বায়তুল মুকাদ্দাস শহর ইসলাম ও মুসলমানদের সম্পদ এবং এই শহর ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বৃহস্পতিবার এক বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল বাকেরি বলেন, মুসলিম উম্মাহর অবিচ্ছেদ্য অংশ বায়তুল মুকাদ্দাসের ওপর অন্য কোনো জাতিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অধিকার বিশ্বের মুসলমানরা দেবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের সেনাপ্রধান এসব কথা বললেন।

জেনারেল বাকেরি বলেন, মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন নীতি ব্যর্থ হওয়ার কারণে ট্রাম্প প্রশাসন প্রচণ্ড হতাশ হয়ে এই বেপরোয়া পদক্ষেপ নিয়েছে। তিনি মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ ও বায়তুল মুকাদ্দাস শহরের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এই স্পর্শকাতর সময়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্রাম্পের বুধবারের ঘোষণা পর বৃহস্পতিবার বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ

ইরানের সেনাপ্রধান বলেন, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানানো ইসলামি প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতিমালার অংশ। তেহরান মনে করে, ট্রাম্পের এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং পরিস্থিতি এমন হলে তার পুরো দায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকেই নিতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮