কুদস-রামাল্লা যোগাযোগ পথ বিচ্ছিন্ন করার ইসরায়েলি পরিকল্পনা
-
কুদস-রামাল্লা যোগাযোগ বিচ্ছিন্ন করার ইসরায়েলি পরিকল্পনা
কুদস এবং রামাল্লার মধ্যে যোগাযোগ পথ বিচ্ছিন্ন করার ইসরায়েলি পরিকল্পনার কথা জানালো অধিকৃত বায়তুল মোকাদ্দাসের গভর্নর।
পার্সটুডে-একজন ফিলিস্তিনি কর্মকর্তা অধিকৃত জেরুজালেমকে আশেপাশের এলাকা থেকে আলাদা করার, বিশেষ করে পশ্চিম তীরের রামাল্লার সাথে যোগাযোগ পথ বিচ্ছিন্ন করার ইহুদিবাদী ইসরাইলি পরিকল্পনার ব্যাপারে খবর করেছেন।
অধিকৃত বায়তুল মোকাদ্দাসের গভর্নর ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরাইল এই এলাকার উত্তরে অবস্থিত জেরুজালেম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি বৃহৎ নতুন শহর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রামাল্লার সাথে যোগাযোগ পথ বিচ্ছিন্ন করতে চাইছে। তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সরাসরি অধিকৃত জেরুজালেম এবং রামাল্লার মধ্যে ফিলিস্তিনি অঞ্চলের ভৌগোলিক কাঠামো এবং তেল আবিব এই অঞ্চলে একটি নতুন ঔপনিবেশিক সমীকরণ বাস্তবায়নের চেষ্টা করছে।
ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন যে ইহুদিবাদী ইসরাইল সভ্যতার লালনভূমি ফিলিস্তিনি এলাকার কেন্দ্রস্থলে ৯ হাজার নতুন বসতি নির্মাণ করতে চায়। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কাফর আকাব, কালান্দিয়া, আল-রাম, বেইত হানিনা এবং বীর নাবালা।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন