ইরানের কেরমানশাহ প্রদেশে আবার ভূমিকম্প: আহত ৮
https://parstoday.ir/bn/news/iran-i50975-ইরানের_কেরমানশাহ_প্রদেশে_আবার_ভূমিকম্প_আহত_৮
ইরানের কেরমানশাহ প্রদেশের ‘সারপোল যাহাব’ শহরে শনিবার রাতে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই শহরের জরুরি চিকিৎসা বিভাগের একজন কর্মকর্তা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৭, ২০১৮ ০৬:৩২ Asia/Dhaka
  • ইরানের কেরমানশাহ প্রদেশে আবার ভূমিকম্প: আহত ৮

ইরানের কেরমানশাহ প্রদেশের ‘সারপোল যাহাব’ শহরে শনিবার রাতে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই শহরের জরুরি চিকিৎসা বিভাগের একজন কর্মকর্তা।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে। একই সময়ে কেরমানশাহ প্রদেশের ‘কাস্‌র শিরিন’ শহরও ৪.১ মাত্রার ভূকম্পনে কেঁপে ওঠে। তবে ওই শহরে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সারপোল যাহাব শহরের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান হোসেইন আজিজি জানিয়েছেন, শনিবার রাতের ভূমিকম্পে আহত আটজনকে শহরের ‘শোহাদা’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এ ভূমিকম্পে সারপোল যাহাব শহরের বেশ কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১২ নভেম্বর সারপোল যাহাব শহরসহ ইরানের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে অন্তত ৬০০ জন নিহত ও ১২ হাজারের বেশি লোক আহত হয়েছিলেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭