গৌতায় সহিংসতা বন্ধে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইরান ও সিরিয়া
https://parstoday.ir/bn/news/iran-i53443-গৌতায়_সহিংসতা_বন্ধে_ঘনিষ্ঠভাবে_কাজ_করছে_ইরান_ও_সিরিয়া
সিরিয়ার গৌতা এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আানার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও দামেস্ক সরকার। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লন্ডন থেকে প্রেস টিভিকে একথা জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১২:৪২ Asia/Dhaka
  • ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

সিরিয়ার গৌতা এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আানার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও দামেস্ক সরকার। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লন্ডন থেকে প্রেস টিভিকে একথা জানিয়েছেন।

গত কয়েকদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসীদের তৎপরতার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বড় রকমের সহিংসতা দেখা দেয়। সিরিয়ার বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে সন্ত্রাসীরা এখন পূর্ব গৌতা এলাকায় তাদের সহিংস তৎপরতা বাড়িয়ে দিয়েছে। ওই এলাকা থেকে তারা সিরিয়ার রাজধানী দামেস্কে মর্টার হামলা চালাচ্ছে।

গৌতা এলাকায় সন্ত্রাসীদের সহিংসতা

এলাকাটির নিয়ন্ত্রণ নিতে এবং বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে সন্ত্রাসীদের ফাঁদ থেকে মুক্ত করার জন্য সিরিয়ার সরকার সেখানে বিমান হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের কবলে থাকার কারণে এলাকার লোকজন খাদ্য ও জরুরি চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকটে ভুগছে।

জীবনঘাতী সংঘাত অবসানের জন্য সিরিয়া ও ইরান সরকার সম্ভাব্য সব উপায় নিয়ে কাজ করছে বলে জানান আরাকচি। চলতি মাসের প্রথম দিকে জাতিসংঘ পূর্ব গৌতা এলাকায় একটি ত্রণবহর পাঠিয়েছিল। ২০১৮ সালে এটা ছিল গৌতা এলাকায় পাঠানো সর্বপ্রথম ত্রাণবহর।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩