আমেরিকা মারাত্মক ক্ষতির মুখে পড়বে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i56914-আমেরিকা_মারাত্মক_ক্ষতির_মুখে_পড়বে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে আমেরিকা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০১৮ ১৮:১১ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে আমেরিকা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাহরাম কাসেমি আরও বলেছেন, পরমাণু সমঝোতার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই সমঝোতা থেকে সহজে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় ছিল। আমেরিকা সমঝোতা থেকে সরে পড়লে কী ধরনের ব্যবস্থা নিতে হবে তা আগে থেকেই ভেবে রেখেছে ইরান। নিশ্চিতভাবে এটা বলতে পারি আমেরিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

বাহরাম কাসেমি আরও বলেন, আমেরিকা যে প্রতিশ্রুতি মেনে চলে না তা নতুন কোনো বিষয় নয়। তবে তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে দেশটির চেহারা আরও বেশি স্পষ্ট হবে এবং কোনো দেশই মার্কিন প্রতিশ্রুতি বিশ্বাস করবে না। 

মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার খবর প্রত্যাখ্যান করে তিনি বলেন, এটি একেবারেই ভিত্তিহীন খবর। মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কোনো ঘটনা ঘটে নি।

 ইয়েমেনে সৌদি আগ্রাসনেরও নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭