ইরানি সংসদের ভেতরে পোড়ানো হলো মার্কিন পতাকা
-
মার্কিন পাতাকা পোড়াচ্ছেন ইরানি সংসদ সদস্যরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের ভেতরে পোড়ানো হয়েছে আমেরিকার জাতীয় পতাকা। আজ (বুধবার) এ ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার একদিন পর এ ঘটনা ঘটলো।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ইরানের সংসদ সদস্যরা সংসদ ভবনের ভেতরে জড়ো হয়েছেন এবং মার্কিন পাতাকায় আগুন দিচ্ছেন। এসময় তারা বজ্রমুষ্ঠিতে মার্কিনবিরোধী গগণবিদারি স্লোগান দেন।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। সমঝোতা অনুসারে ইরান তার পরমাণূ কর্মসূচিতে নিয়ন্ত্রণ সীমাবদ্ধতা আরোপ করে এবং আমেরিকা ও পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ছিল। কিন্তু পরমাণু সমঝোতার বয়স প্রায় তিন বছর হতে চললেও ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় নি।
শুধু তাই নয়, এটা একটা আন্তর্জাতিক সমঝোতা হলেও তার প্রতি সম্মান দেখায় নি আমেরিকা। পাশাপাশি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯