'ভ্যান গগ' পুরস্কার পেল ইরানি প্রামাণ্য চলচ্চিত্র 'কম্প্যাট্রিয়ট'
https://parstoday.ir/bn/news/iran-i57676
হল্যান্ডের অ্যামস্টারডাম চলচ্চিত্র উৎসবে ইরানি নির্মাতা মাহতাব সোলায়মানি'র 'কম্প্যাট্রিয়ট' (ওয়াতানদর) ছবিটি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছে। অ্যামস্টারডাম চলচ্চিত্র উৎসবে প্রতি বছর চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে "ভ্যান গগ" পুরস্কার দেওয়া হয়। ইরানি নারী নির্মাতা মাহতাব সোলায়মানি'র প্রামাণ্য চলচ্চিত্র এবার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২২, ২০১৮ ১৭:০২ Asia/Dhaka
  • মাহতাব সোলায়মানি
    মাহতাব সোলায়মানি

হল্যান্ডের অ্যামস্টারডাম চলচ্চিত্র উৎসবে ইরানি নির্মাতা মাহতাব সোলায়মানি'র 'কম্প্যাট্রিয়ট' (ওয়াতানদর) ছবিটি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছে। অ্যামস্টারডাম চলচ্চিত্র উৎসবে প্রতি বছর চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে "ভ্যান গগ" পুরস্কার দেওয়া হয়। ইরানি নারী নির্মাতা মাহতাব সোলায়মানি'র প্রামাণ্য চলচ্চিত্র এবার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেল।

কম্প্যাট্রিয়ট চলচ্চিত্রের পোস্টার ও একটি দৃশ্য

 

কম্প্যাট্রিয়ট প্রামাণ্য চলচ্চিত্রটি তৈরি হয়েছে একজন আফগান শরণার্থীর গল্পকে কেন্দ্র করে। ৩৭ বছর আগে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ শুরু করলে ওই আফগানি তার একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে শরণার্থীতে পরিণত হয়। আপন স্বদেশভূমি ছেড়ে ইরানে এসে আশ্রয় নিতে বাধ্য হয়।

বিগত নয় বছর ধরে অ্যামস্টারডামে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। চলচ্চিত্র অঙ্গনে এই 'ভ্যান গগ" পুরস্কারকে মূল্যবান বলে মনে করা হয়।

পার্সটুডে/নাসির মাহমুদ/২২