২-৩ দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম শুরু করতে পারে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i58004-২_৩_দিনের_মধ্যে_২০_মাত্রায়_ইউরেনিয়াম_শুরু_করতে_পারে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, তার দেশ দু থেকে তিন দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৭, ২০১৮ ২২:১৭ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, তার দেশ দু থেকে তিন দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে আজ (রোববার) এসব কথা বলেছেন কামালভান্দি। তিনি বলেন, ইরানের কর্মকর্তাদের আগের মতো ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য প্রস্তুতি নেয়া উচিত। তিনি বলেন, “আমরা এখনই ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই না তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে; যদি দেখি পরমাণু সমঝোতা থেকে ইরান কোনো লাভ পাচ্ছে না তাহলে আমাদেরকে আবার পরমাণু কর্মকাণ্ড শুরু করতে হবে।”

কামালভান্দি বলেন, একটি গাড়িকে যেমন চালানোর জন্য স্ট্রার্ট দিতে চাবি নিয়ে প্রস্তুত রাখা হয় তেমনি ফোর্দো পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা প্রস্তুত। তিনি বলেন, “আমরা দ্রুতগতিতে ২০ মাত্রায় সমৃদ্ধকরণ শুরু করতে পারি এবং তার জন্য সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে।”

ইরানের এ কর্মকর্তা অভিযোগ করেন, ইরানে উৎপাদিত উদ্বৃত্ত ভারী পানি বিক্রি করতে আমেরিকা বাধা সৃষ্টি করছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭