ইরানে ৭ টন মাদক উদ্ধার; ৪ সশস্ত্র ব্যক্তি আটক
(last modified Tue, 29 May 2018 12:43:51 GMT )
মে ২৯, ২০১৮ ১৮:৪৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি
    ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সাত টন মাদক উদ্ধার করেছে দেশটির পুলিশ বাহিনী। দু'টি আলাদা অভিযানে এসব মাদক উদ্ধার হয়েছে। এ সময় বেশ কিছু অস্ত্র ও গাড়িও উদ্ধার করা হয়। এসব তথ্য জানিয়েছেন ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি।

তিনি আরও বলেছেন, মাদকবিরোধী অভিযানের সময় পাঁচজন সশস্ত্র মাদক চোরাচালানি গ্রেপ্তার হয়েছে। মাদক চোরাচালানিরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের অস্ত্রের পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করছে বলে তিনি জানান। 

মাদক চোরাচালান মোকাবেলায় ইরানের ভূমিকার প্রশংসা করেছে বিশ্বের বিভিন্ন সংস্থা। ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে ইরানের নিরাপত্তা বাহিনীর তিন হাজারের বেশি সদস্য শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি সদস্য।

জাতিসংঘ মাদকবিরোধী অভিযানে সাফল্যের ক্ষেত্রে ইরানকে ঝান্ডাবাহী হিসেবে ঘোষণা করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

ট্যাগ