নাতাঞ্জ কেন্দ্র কয়েক লাখ এসডাব্লিউইউ'র জন্য প্রস্তুত: সালেহি
(last modified Tue, 05 Jun 2018 12:33:02 GMT )
জুন ০৫, ২০১৮ ১৮:৩৩ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নাতাঞ্জ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা কয়েক লাখ এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই আজ (মঙ্গলবার) তিনি এ ঘোষণা দিলেন।

গতকাল সর্বোচ্চ নেতা পরমাণু সমঝোতার ভিত্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে উন্নীত করতে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। এসডাব্লিউইউ হচ্ছে ইউরেনিয়াম ২৩৮ থেকে ইউনেয়িাম ২৩৫ -কে আলাদা করার শক্তি ও গতির একক।

সালেহি সংবাদ সম্মেলনে আরও বলেছেন, ইরান পারমাণকি শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে। কারণ আমরা অতীত অভিজ্ঞতার আলোকে সব সময় এ বিষয়টি মাথায় রেখেছিলাম যে, আলোচনা ব্যর্থ হলে অথবা কোনো পক্ষ বিশ্বাসঘাতকতা করলে যাতে দ্রুততম সময়ের মধ্যে আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। 

আগামী কয়েক মাসের মধ্যেই অত্যাধুনিক সেন্ট্রিফিউজের নয়া কেন্দ্রের কাজ শেষ হবে বলে তিনি জানান। পরমাণু সমঝোতা পুরোপুরি ভেস্তে গেলে ইরান আরও বড় পদক্ষেপ নেবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫ 

ট্যাগ