ক্ষেপণাস্ত্র হামলা ছিল বন্ধুর জন্য প্রতিশ্রুতি পূরণ: ইরান
(last modified Tue, 19 Jun 2018 03:19:42 GMT )
জুন ১৯, ২০১৮ ০৯:১৯ Asia/Dhaka
  • সিরিয়ায় নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে আবুল কাসেম আলীনেজাদ
    সিরিয়ায় নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে আবুল কাসেম আলীনেজাদ

সিরিয়ায় নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে আবুল কাসেম আলীনেজাদ বলেছেন, গত বছর সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শক্ত অবস্থানে ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ছিল বন্ধুর জন্য প্রতিশ্রুতি পালন। তিনি বলেন, একইসঙ্গে এটা ছিল শত্রুর জন্য হতাশাব্যঞ্জক বার্তা।

সিরিয়ায় হামলার বর্ষপূর্তি উপলক্ষে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে আবুল কাসেম আলীনেজাদ এসব কথা বলেছেন।

ইরানের রাজধানী তেহরানের জাতীয় সংসদ ভবন ও বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনী (র.)’র মাযারের কাছে বোমা হামলায় ১৮ জন নিহত ও ৫৬ জন আহত হওয়ার কয়েকদিন পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দায়েশের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

দায়েশের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা (এক বছর আগের ছবি)

আলীনেজাদ বলেন, আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র হামলা ছিল মধ্যপ্রাচ্য এবং এ অঞ্চলের বাইরের দায়েশের সমর্থকদের জন্য সতর্কবার্তা। তিনি বলেন, সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের জানা উচিত যে, তারা যদি ঘৃণ্য তৎপরতার পুনরাবৃত্তি ঘটায় তাহলে কঠোর জবাব পাবে। তিনি আরো বলেন, দেইর আজ-যোরে হামলার মাধ্যমে ইরান বিশ্বের কাছে তার শক্তি তুলে ধরেছে এবং ইহুদিবাদী ইসরাইলের জানা থাকা দরকার যে, সামান্য ভুল করলে আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আইআরজিসি’র কাছে বহু দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯

 

ট্যাগ