এফআইভিবি নেশনস লিগ: বুলগেরিয়াকে ৩-১ সেটে হারাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i59424-এফআইভিবি_নেশনস_লিগ_বুলগেরিয়াকে_৩_১_সেটে_হারাল_ইরান
আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত নেশনস লিগে এবার বুলগেরিয়াকে ৩-১ সেটে হারাল ইরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২৪, ২০১৮ ০০:০১ Asia/Dhaka
  • সার্ভ করছেন ইরানের সাবের কাজেমি
    সার্ভ করছেন ইরানের সাবের কাজেমি

আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত নেশনস লিগে এবার বুলগেরিয়াকে ৩-১ সেটে হারাল ইরান।

তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে ১২ হাজার দর্শকের উপস্থিতিতে আজ (শনিবার) বিকেল সাড়ে ছয়টায় খেলা শুরু হয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে ইরান প্রথম সেট জিতে নেয় ২৫-২২ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটে ইরানের সামনে দাঁড়াতেই পারেনি বুলগেরিয়া। ২৫-১৫ ব্যবধানে বুলগেরিয়াকে হারিয়ে দেয় ইরান।

টানা দুই সেট হেরে গিয়ে ঘুরে দাঁড়ায় বুলগেরিয়া। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় সেটটি তারা ২৫-২৩ পয়েন্টে জিতে

এরপর দুর্দান্ত সার্ভ, ব্লক এবং স্ম্যাশ করে চতুর্থ সেটে ২৫-১৪ ব্যবধানে জয় লাভ করে ইরান।

ইরানের পক্ষে সাবের কাজেমি দুর্দান্ত সার্ভ করে ১৪ পয়েন্ট অর্জন করেন। দলের পক্ষে সামান ফয়েজি এবং মোর্তেজা শারিফি সমানসংখ্যক ১৬ পয়েন্ট লাভ করেন।

এর আগে গতকাল একই ভেন্যুতে দক্ষিণ কোরিয়াকে ৩-১ সেটে হারায় ইরানের জাতীয় ভলিবল দল।#