ওপেককে অপমান করেছেন ট্রাম্প: ইরান
-
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের নীতি পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংস্থাকে অপমান করেছেন।
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেন, “ওপেকের ভিত্তি ও নীতিমালা হচ্ছে যে, তেলের বাজারে রাজনীতি থাকবে না এবং রাজনৈতিক ইস্যু তেলের বাজারকে স্পর্শ করবে না যাতে চূড়ান্তভাবে সরবরাহ ও চাহিদাই তেলের দাম ঠিক করতে পারে। কিন্তু কিছু রাজনৈতিক পদক্ষেপ ও অস্থিতিশীলতা তেলের বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে এবং তেলের দাম বাড়িয়ে তুলেছে। এর মধ্যে ওপেকের কিছু সদস্য দেশের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের অপমানজনক নির্দেশ রয়েছে যা ওই সব দেশের জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অপমান।” গতকাল (শুক্রবার) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিজান জাঙ্গানেহ বলেন, তেল উত্তোলন বাড়ানোর বিষয়ে রপ্তানিকারক দেশগুলোর জন্য ট্রাম্পের নির্দেশ খুবই অপমানজনক, এ অপমান এসব দেশের জনগণেরও। ট্রাম্পের কারণে তেলের বাজার অস্থির হয়ে উঠবে বলেও মন্তব্য করেন জাঙ্গানেহ।
গত বুধবার ট্রাম্প বলেন, ওপেকের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিনি সৌদি আরবসহ কয়েকটি মিত্রদেশকে তেলের উত্তোলন বাড়ানোর নির্দেশ দেন। তিনি তার ভাষায় বলেন, ইরানের অবস্থানের মুখে তাদের জন্য মার্কিন সুরক্ষা অব্যাহত রাখতে হলে তেলের উত্তোলন বাড়াতে হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭