আরো সাড়ে ৭ টন মাদক আটক করেছে ইরান
-
আটক করা মাদকদ্রব্য
ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশ থেকে আরো সাড়ে সাত টন মাদক আটক করা হয়েছে। প্রদেশিক পুলিশ, আজ (বৃহস্পতিবা) এ ঘোষণা দিয়েছে। পুলিশ জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যে এসব মাদক আটক করা হলো।
প্রাদেশিক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ কানবারি সাংবাদিকদের জানান, পাঁচটি নিষিদ্ধ ঘোষিত চক্রকে নির্মূল করার পর পুলিশ গত ২৩ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত এসব মাদক আটক করে।
জেনারেল কানবারি জানান, এ সময়ের মধ্যে ২২ মাদক চোরাকারবারি ও ১০৭ জন খুচরা বিক্রেতাকে আটক করা হয়েছে। এছাড়া, মাদক চোরাকারবারিদের নয়টি গাড়ি ও বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ১,১০০ কিলোমিটার জুড়ে ইরানের সীমান্ত রয়েছে। এসব সীমান্ত পথ হচ্ছে ইরানে মাদক চোরাচালানের প্রধান রুট।#
পার্সটুডে/এসআইবি/৯