ইরানকে কখনো অচলাবস্থার সম্মুখীন করা যাবে না: জাহাঙ্গিরি
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, তার দেশকে কখনো কেউ অচলাবস্থার সম্মুখীন করতে পারবে না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, প্রাকৃতিক ও মানবসম্পদ এবং ব্যবস্থাপনার দিক দিয়ে ইরানের নজিরবিহীন সক্ষমতা রয়েছে যা দিয়ে যেকোনো নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব।
তিনি গতকাল (শনিবার) তেহরানে সাংবাদিকদের বলেন, প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির দেশ ইরান কঠিন নিষেধাজ্ঞার মধ্যেও জনগণের প্রয়োজন মেটানোর ক্ষমতা রাখে।
জাহাঙ্গিরি বলেন, প্রাকৃতিক সম্পদ ও মূল্যবান ধাতুর রিজার্ভের দিক দিয়ে ইরান বিশ্বের প্রথম সারির ১০টি দেশের মধ্যে রয়েছে। এ ছাড়া, ভৌগলিক দিক দিয়েও ইরান বিশ্বের একটি স্পর্শকাতর অঞ্চলে অবস্থিত। কাজেই এ দেশের ওপর কেউই বেশিদিন নিষেধাজ্ঞা আরোপ করে রাখতে পারবে না।
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, তার দেশের সরকার ও জনগণ পরস্পরের সঙ্গে ঐক্য ও সংহতি বজায় রেখে মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে উঠবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের ওপর পরবর্তী তিন থেকে ছয় মাসের মধ্যে নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। ওই ঘোষণা অনুযায়ী গত সপ্তাহে প্রথম দফা নিষেধাজ্ঞা কার্যকর করেছে ওয়াশিংটন।
আমেরিকা বেরিয়ে গেলেও পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন এ সমঝোতায় টিকে থাকবে বলে ঘোষণা দিয়ে ইরানের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে বলে জানিয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯