আমেরিকা যুদ্ধ শুরু করলে ইসরাইলও রেহাই পাবে না: আয়াতুল্লাহ খাতামি
https://parstoday.ir/bn/news/iran-i63699-আমেরিকা_যুদ্ধ_শুরু_করলে_ইসরাইলও_রেহাই_পাবে_না_আয়াতুল্লাহ_খাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকা ভালো করে জানে ইরানের সঙ্গে যুদ্ধ করলে তার মিত্র ইহুদিবাদী ইসরাইলও ক্ষতির মুখে পড়বে। আজ (বুধবার) রাজধানী তেহরানে পবিত্র ঈদুল আজহার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২২, ২০১৮ ১২:০৩ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ খাতামি
    আয়াতুল্লাহ খাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকা ভালো করে জানে ইরানের সঙ্গে যুদ্ধ করলে তার মিত্র ইহুদিবাদী ইসরাইলও ক্ষতির মুখে পড়বে। আজ (বুধবার) রাজধানী তেহরানে পবিত্র ঈদুল আজহার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, এটা নিশ্চিত যে, যুদ্ধ হবে না। কারণ আমেরিকার এটা জানা আছে যে, ইরানি জাতির সামান্যতম ক্ষতি করা হলে চরম মূল্য দিতে হবে।তিনি আরও বলেন, মুসলমানদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে প্রকৃত মুসলমানদের নির্মমভাবে হত্যা করাই শত্রুদের নীতি-কৌশলের অংশ।

আমেরিকার সঙ্গে আলোচনার বিরোধিতা করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি যে বক্তব্য দিয়েছেন সেদিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আমেরিকা ইসলামি বিপ্লব শুরু হওয়ার পর থেকেই ইরানি নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবারও তাদের আলোচনার ইচ্ছা পূরণ হবে না। কারণ তারা প্রকৃত কোনো সংলাপের পক্ষে নয়। তারা আলোচনায় নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে চায়।

ঈদের নামাজের খতিব বলেন, আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ইস্যুতে কথা বলতে চায়। কিন্তু শত্রুদের এটা জানা উচিত ইরান সব সময় স্বৈরাচারের মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও তা করবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন