কথা ও আচরণের মাধ্যমে ইসলামের সুমহান মর্যাদা তুলে ধরুন: রুহানি
-
প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তাকফিরি সন্ত্রাসবাদ ও দায়েশ (আইএস) ইসলামের শান্তিকামী ভাবমর্যাদার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দিয়েছে।
তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বেশ কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। রুহানি বলেন, ইসলামের প্রকৃত চেহারা ও সংস্কৃতি তুলে ধরা এখন মুসলিম নেতা ও আলেমদের গুরুদায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলমানরা বিশ্বের যে প্রান্তেই বসবাস করুন না কেন নিজেদের কথা, কাজ ও আচরণের মাধ্যমে অমুসলিমদের সামনে ইসলামের সুমহান ভাবমর্যাদা তুলে ধরুন।

মধ্যপ্রাচ্যে দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে সফলতার কথা তুলে ধরে প্রেসিডেন্ট রুহানি বলেন, দায়েশ জঙ্গিরা তাদের ভয়াবহ অপরাধযজ্ঞের মাধ্যমে মধ্যপ্রাচ্যের জনগণের ওপর জুলুম করার পাশাপাশি ইসলামের প্রতি মানুষের শ্রদ্ধা ও বিশ্বাসের ক্ষতি করেছে।
সিরিয়া থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটনে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান রুহানি। তিনি বলেন, সিরিয়ার ভবিষ্যত নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতে ছেড়ে দিতে হবে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, সিরিয়ায় নিরাপত্তা আগের চেয়ে অনেক বেড়ে গেলেও এখনো অনেক সমস্যা রয়ে গেছে। দেশটিতে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান কাজ করে যাচ্ছে যাতে বিদেশে অবস্থানকারী সিরীয় শরণার্থীরা তাদের দেশে ফিরে যেতে পারে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিনhttps://www.facebook.com/parstodaybn/