জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন প্রতিহত করুন: গুতেরেসকে রুহানি
(last modified Thu, 27 Sep 2018 00:05:26 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ০৬:০৫ Asia/Dhaka
  • জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন প্রতিহত করুন: গুতেরেসকে রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাতে বলেছেন, কোনো দেশ যেন এককভাবে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করতে না পারে সে লক্ষ্যে জাতিসংঘের ব্যবস্থা নেয়া উচিত। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে বুধবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রেসিডেন্ট রুহানি বলেন, জাতিসংঘের এমনভাবে কাজ করা উচিত যাতে আন্তর্জাতিক আইনগুলো শক্তিশালী হয় এবং কেউ যেন এই বিশ্ব সংস্থাকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।

তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান জাতিসংঘকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইরান, তুরস্ক ও রাশিয়া সিরিয়ায় সংঘর্ষ বন্ধ করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে জানিয়েছে হাসান রুহানি বলেন, এই তিন দেশের সমঝোতার ফলে সিরিয়ার ইদলিবে সম্ভাব্য সংঘর্ষ ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করে বলেন, জাতিসংঘের উচিত ইয়েমেন প্রসঙ্গে আরো কার্যকর ভূমিকা রাখা এবং দেশটির জনগণের কাছে মানবিক ত্রাণ পাঠানো আরো সক্রিয় হওয়া।

সাক্ষাতে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়া সত্ত্বেও তেহরান গঠনমূলক ভূমিকা নিয়েছে বলে উল্লেখ করেন গুতেরেস। জাতিসংঘের মহাসচিব বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে পরমাণু সমঝোতা আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে; কাজেই এটি পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭

ট্যাগ