আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা চালুর প্রক্রিয়া এগোচ্ছে: ইরান
(last modified Mon, 05 Nov 2018 13:11:55 GMT )
নভেম্বর ০৫, ২০১৮ ১৯:১১ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য ইউরোপের পক্ষ থেকে একটি বিশেষ ব্যবস্থা চালুর প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আজ (সোমবার) তেহরানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাহরাম কাসেমি আরও বলেছেন, আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা চালু করা একটি জটিল প্রক্রিয়া। কারণ এ ক্ষেত্রে বহু দেশের সম্পৃক্ততা থাকে। তাদের দৃষ্টিভঙ্গী জরুরি। 

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা আসলে তার নিজের ওপরই এক ধরণের নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। কারণ এর মাধ্যমে দেশটি সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে। আমেরিকা যে আন্তর্জাতিক নিয়ম-নীতি মেনে চলার যোগ্য নয় তা নিজেই প্রমাণ করেছে। নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে আমেরিকা নিজেকে একঘরে করে ফেলেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন নিষেধাজ্ঞায় বেশিরভাগ দেশের সমর্থন নেই। এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। 

পূর্ব পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন দেশের সহযোগিতায় ধৈর্যের সঙ্গে নিষেধাজ্ঞা মোকাবেলা করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫ 

ট্যাগ