ইরানে ইসলামি ঐক্যসপ্তাহ: 'বায়তুল মোকাদ্দাস হোক উম্মাহর ঐক্যের মেরুদণ্ড'
ইসলামি প্রজাতন্ত্র ইরানে 'বায়তুল মোকাদ্দাস হোক (মুসলিম) উম্মাহর মধ্যে ঐক্যের মেরুদণ্ড' শীর্ষক ৩২তম ইসলামি ঐক্য সম্মেলন চলছে। তিন দিন ধরে এ সম্মেলন চলবে। সম্মেলনে ১০০'রও বেশি দেশের ৩৫০ জন মুসলিম নেতা ও চিন্তাবিদ অংশগ্রহণ করছেন। মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
ইরান প্রতিবছর ইসলামি ঐক্য সম্মেলন করে আসছে। বিগত বছরগুলোর তুলনায় বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এবারের ৩২তম ইসলামি ঐক্য সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তেহরানে মুসলিম বিশ্বের চিন্তাবিদদের সবচেয়ে বড় এ সম্মেলনের আয়োজন থেকে এর গুরুত্ব ও প্রভাবের বিষয়টি উপলব্ধি করা যায়। ইসলামি ইরান সরকারের একটি প্রধান নীতি হচ্ছে মুসলিম বিশ্বে ঐক্য সৃষ্টি করা। ইরান সবসময়ই মুসলিম বিশ্বে বিরাজমান সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এ বছর আমেরিকা ফিলিস্তিনিদেরকে চিরতরে ধ্বংস করে দেয়ার জন্য 'শতাব্দির সেরা চুক্তি' নামক পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিরাও নিজ মাতৃভূমিতে ফিরে আসার জন্য ব্যাপক আন্দোলন ও শোভাযাত্রা চালিয়ে যাচ্ছে। এদিকে, আমেরিকা আরব দেশগুলোকে নিয়ে ইরানের বিরুদ্ধে জোট গঠনের চেষ্টা অব্যাহত রেখেছে। এসব কারণে তেহরানে চলমান ইসলামি ঐক্য সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এবারের সম্মেলনে ফিলিস্তিনিদেরকে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার ওপর বিশেষভাবে জোর দেয়া হচ্ছে। এ ব্যাপারে ইসলামি মাজহাবগুলোর মধ্যে সম্পর্ক জোরদার বিষয়ক আন্তর্জাতিক পরিষদের উপপ্রধান হোসেন শাইখুল ইসলাম বলেছেন, এবারের সম্মেলনে ফিলিস্তিনিদেরকে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেয়ার ওপর বিশেষভাবে জোর দেয়া হবে।
এবারের সম্মেলনের যে শ্লোগান তাতে মুসলমানদের ঐতিহাসিক বায়তুল মোকাদ্দাসের গুরুত্বকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে ঐতিহ্যের সঙ্গে মুসলিম পরিচিতিকে পুরোপুরি মুছে দিতে চায় আমেরিকা, ইসরাইল ও কয়েকটি আরব দেশ। এর মাধ্যমে বায়তুল মোকাদ্দাসের ওপর পুরোপুরি দখলদারিত্ব প্রতিষ্ঠিত করতে চায় ইসরাইল। এ অবস্থায় তেহরানে এবারের ইসলামি ঐক্য সম্মেলনের বার্তা হচ্ছে, মজলুম ফিলিস্তিনিদের ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানানো।
ইসলামি মাজহাবগুলোর মধ্যে সম্পর্ক জোরদার বিষয়ক আন্তর্জাতিক পরিষদের মহাসচিব আয়াতুল্লাহ মোহসেন আরাকি বলেছেন, ইসরাইল ও সৌদি আরবসহ আরো কয়েকটি আরব দেশকে নিয়ে ইরানের বিরুদ্ধে জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা। কিন্তু শত্রুদের এটা জেনে রাখা উচিত ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।
পর্যবেক্ষকরা বলছেন, তেহরানে ইসলামি ঐক্য সম্মেলনে বিভিন্ন দেশের চিন্তাবিদদের ব্যাপক উপস্থিতি থেকে ইরানের নীতির প্রতি তাদের সমর্থনের বিষয়টি ফুটে ওঠে যা কিনা মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তাদের মিত্রদের ষড়যন্ত্র মোকাবেলায় ভূমিকা রাখতে পারে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৪