নিষ্ঠার সঙ্গে নামাজ পড়লে সমাজে কল্যাণ আসবে: ইরানের সর্বোচ্চ নেতা
-
সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে নামাজ পড়া হলে তা সমাজকে কল্যাণ ও সত্যের দিকে নিয়ে যায় এবং উচ্চতর অবস্থানে পৌঁছে দেয়। আজ ইরানের পূর্বাঞ্চলীয় সেমনান প্রদেশে চলমান ২৭তম জাতীয় নামাজ সম্মেলন উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।
সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ শাহচেরাগি সম্মেলনে তাঁর বিবৃতি পড়ে শুনিয়েছেন।
সর্বোচ্চ নেতা তার বিবৃতিতে আরও বলেছেন, আমাদের বেশির ভাগ সমস্যা, সংকট ও অপবিত্রতার কারণ হচ্ছে নামাজকে গুরুত্ব না দেওয়া। এ অবস্থায় সবার গুরু দায়িত্ব হচ্ছে সমাজে নামাজের সংস্কৃতি ছড়িয়ে দিতে সব ধরণের সঠিক পন্থা অবলম্বন করা।
তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাঙ্গনগুলো হচ্ছে নামাজের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার একটি উপযুক্ত ও প্রভাবশালী ক্ষেত্র। স্কুল-কলেজগুলোকে নামাজের মাধ্যমে অলঙ্কৃত করতে হবে। কারণ আগামীর সমাজকে সুস্থ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নামাজ হচ্ছে সবচেয়ে বড় গ্যারান্টি।
আজ থেকে সেমনানে এ সম্মেলন শুরু হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন