ইরানি বাজেটে এবার তেল খাতে আয় ধরা হয়েছে ২১০০ কোটি ডলার
(last modified Wed, 26 Dec 2018 12:39:46 GMT )
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৮:৩৯ Asia/Dhaka
  • সংসদ স্পিকার ড. আলী লারিজানির কাছে বাজেটের খসড়া জমা দিচ্ছেন প্রেসিডেন্ট হাসান রুহানি
    সংসদ স্পিকার ড. আলী লারিজানির কাছে বাজেটের খসড়া জমা দিচ্ছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরান আসন্ন নতুন বছরের জন্য জাতীয় সংসদে যে খসড়া বাজেট প্রস্তাব করেছে তাতে তেল খাতে আয় ধরা হয়েছে ২,১০০ কোটি ডলার। আগামী ২১ মার্চ থেকে ইরানি নতুন বছর শুরু হবে।

চলতি বছরের বাজেটে তেল খাতে যে আয় ছিল তার চেয়ে নতুন বছরের প্রস্তাবিত বাজেটে শতকরা ২৮ ভাগ আয় কম ধরা হয়েছে। ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ রেজা নোবখত এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল-থ্রিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বাজেটে তেল খাত থেকে আয় ছিল ২,৭০০ কোটি ডলার। সেখানে নতুন বাজেটে ২,১০০ কোটি ডলার আয় ধরা হয়েছে যা শতকরা ২৮ ভাগ কম।

ইরানি তেল

এর আগে, গতকাল দিনের প্রথম দিকে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানিয়েছিলেন, ইরানের জাতীয় আয়ের শতকরা ৩৩ ভাগ আসবে তেল খাত থেকে। তিনি সে সময় নতুন বছরের জন্য ১১ হাজার ২০০ কোটি ডলারের বাজেট পেশ করেন।

তেলের দাম নির্ধারিত না থাকলেও প্রতি ব্যারেলের দাম ধরা হয়েছে ৫০ থেকে ৫৪ ডলার এবং প্রতিদিন গড়ে তেল বিক্রি হবে ১০ থেকে ১৫ লাখ ব্যারেল। ইরানের ওপর মার্কিন সরকারের নতুন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল বিক্রি কমেছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ