ব্রিটেনকে ইরানের পাওনা বুঝিয়ে দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i66980-ব্রিটেনকে_ইরানের_পাওনা_বুঝিয়ে_দিতে_হবে_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ
ইরানকে তার পাওনা ৪৫ কোটি পাউন্ড পরিশোধ করার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ৪০ বছর ধরে ইরানের পাওনা পরিশোধ করেনি ব্রিটিশ সরকার; আদালতের নির্দেশের পর এখন এ তা পরিশোধ করা ছাড়া লন্ডনের অন্য কোনো উপায় নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৮ ০৭:২১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানকে তার পাওনা ৪৫ কোটি পাউন্ড পরিশোধ করার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ৪০ বছর ধরে ইরানের পাওনা পরিশোধ করেনি ব্রিটিশ সরকার; আদালতের নির্দেশের পর এখন এ তা পরিশোধ করা ছাড়া লন্ডনের অন্য কোনো উপায় নেই।

ইরানের ‘হামশাহরি’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জারিফ আরো বলেন, ইসলামি বিপ্লবেরও আগের এই পাওনা পরিশোধের ব্যাপারে ব্রিটিশ সরকারের সঙ্গে তেহরানের আলোচনা হয়েছে।

এ ছাড়া, এ বিষয়ে ইরান আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

হেগের আন্তর্জাতিক  আদালত (ফাইল ছবি)

ইরানের তৎকালীন স্বৈরশাসক রেজা শাহ সরকার ১৯৭৪ ও ১৯৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে যথাক্রমে ১,৫০০টি ট্যাংক ও ২৫০টি সাঁজোয়া যান কেনার জন্য ব্রিটেনকে ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি পাউন্ড অর্থ পরিশোধ করেছিল। কিন্তু ১৯৭৯ সালের গোড়ার দিকে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর নিষেধাজ্ঞার অজুহাতে ওই ট্যাংক ও সাঁজোয়া যান দিতে অস্বীকৃতি জানায় ব্রিটিশ সরকার।

ইরান বিষয়টি হেগের আন্তর্জাতিক আদালতে তুলেছে এবং ওই আদালত ইরানকে তার পাওনার পাশাপাশি বিগত চার দশকের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে ব্রিটিশ সরকারকে নির্দেশ দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১