তালেবানের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i67011-তালেবানের_সঙ্গে_বৈঠকের_কথা_নিশ্চিত_করল_ইরান
আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার লক্ষ্যে তালেবানের সঙ্গে আলোচনায় বসার খবর নিশ্চিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০১৯ ০৭:৩১ Asia/Dhaka
  • তালেবানের একটি প্রতিনিধিদল (ফাইল ছবি)
    তালেবানের একটি প্রতিনিধিদল (ফাইল ছবি)

আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার লক্ষ্যে তালেবানের সঙ্গে আলোচনায় বসার খবর নিশ্চিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তেহরানে তালেবান প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। আফগান সরকারের সঙ্গে সমন্বয় করেই এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান কাসেমি।

তিনি বলেন, তালেবান আফগানিস্তানের শতকরা ৫০ ভাগের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতাসহ অন্যান্য ইস্যুতে আলোচনা করার জন্য তালেবানের পক্ষ থেকেই ইরানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করা হয়েছিল।

আলী শামখানি

বাহরাম কাসেমি বলেন, আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে বলে দেশটির নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা দূর করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে চায় তেহরান।

ইরান সম্প্রতি এ খবরের সত্যতাও নিশ্চিত করেছে যে, সেদেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি তালেবানের সঙ্গে আলোচনার ব্যাপারে কথা বলতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান সফর করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১