এশিয়ান কাপ: ইয়েমেনের জালে ইরানের গোল বন্যা
https://parstoday.ir/bn/news/iran-i67177-এশিয়ান_কাপ_ইয়েমেনের_জালে_ইরানের_গোল_বন্যা
এএফসি এশিয়ান কাপের ‘ডি’ গ্রুপের প্রথম খেলায় ইয়েমেনকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৯ ০০:২৮ Asia/Dhaka
  • এশিয়ান কাপ: ইয়েমেনের জালে ইরানের গোল বন্যা

এএফসি এশিয়ান কাপের ‘ডি’ গ্রুপের প্রথম খেলায় ইয়েমেনকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আজ (সোমবার) রাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইরানি খেলোয়াড়রা। খেলার ১২তম মিনিটে মেহদি তারেমি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২৩তম মিনিটে আশকান দেজাগাহ দ্বিতীয় গোলটি করেন। এর মাত্র দুই মিনিট পর আবারো মেহদি তারেমি ইয়েমেনের জালে বল পাঠিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতির ৯ মিনিট পর ইরানের পক্ষে সারদার আজমুন চতুর্থ গোলটি করেন। ৭৮তম মিনিটে সামান কুদ্দুস ৫ম গোলটি করেন।

আজকের খেলায় ইরানি ফুটবলাররা ইয়েমেনের গোলপোস্ট লক্ষ্য করে ২০টি শুট করেন। পক্ষান্তরে ইয়েমেন করে মাত্র ৩টি। ইরানিরা ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ রাখে ৭১ ভাগ। ইয়েমেন রাখতে সক্ষম হয় মাত্র ২৯ ভাগ।

আগামী ১২ জানুয়ারি ভিয়েতনাম ও ১৬ জানুয়ারি ইরাকের বিপক্ষে খেলবে ইরানের জাতীয় ফুটবল দল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন