মারজিয়া হাশেমি’র অপরাধ তিনি কৃষ্ণাঙ্গ ও মুসলমান: ওয়ায়েজি
https://parstoday.ir/bn/news/iran-i67563-মারজিয়া_হাশেমি’র_অপরাধ_তিনি_কৃষ্ণাঙ্গ_ও_মুসলমান_ওয়ায়েজি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তর প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, তার দেশের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক মারজিয়া হাশেমি ‘মুসলমান ও কৃষ্ণাঙ্গ’ হওয়ার কারণে তাকে আটক করেছে আমেরিকা। তিনি আরো বলেছেন, কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী ও মুসলমানদের সঙ্গে মার্কিন সরকার বহুকাল ধরে যে দুর্ব্যবহার করছে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মারজিয়াকে আটক করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৯ ০৭:১০ Asia/Dhaka
  • মাহমুদ ওয়ায়েজি
    মাহমুদ ওয়ায়েজি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তর প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, তার দেশের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক মারজিয়া হাশেমি ‘মুসলমান ও কৃষ্ণাঙ্গ’ হওয়ার কারণে তাকে আটক করেছে আমেরিকা। তিনি আরো বলেছেন, কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী ও মুসলমানদের সঙ্গে মার্কিন সরকার বহুকাল ধরে যে দুর্ব্যবহার করছে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মারজিয়াকে আটক করা হয়েছে।

মাহমুদ ওয়ায়েজি বুধবার মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের বলেন, আমেরিকা সব সময় অন্য দেশকে মানবাধিকারের সবক দেয় কিন্তু আমেরিকার কৃষ্ণাঙ্গরা সব সময় দেশটির সরকার ও প্রশাসনের পক্ষ থেকে অন্যায় আচরণ ও বৈষম্যের শিকার হচ্ছেন।  

আমেরিকার বর্তমান প্রশাসনের পক্ষ থেকে মুসলিম-বিদ্বেষ অতীতের যেকোনো সময়ের তুলনায় তীব্রতর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।ইরানের প্রেসিডেন্টের দপ্তর প্রধান অবিলম্বে বিনা অপরাধে আটক প্রেস টিভির এই সাংবাদিক ও উপস্থাপককে মুক্তি দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

মারজিয়া হাশেমি

আমেরিকায় জন্মগ্রহণকারী ৫৯ বছর বয়সি সাংবাদিক মারজিয়া হাশেমি তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি একজন ইরানি নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গত কয়েক দশক ধরে ইরানে বসবাস করছিলেন। গত রোববার আমেরিকার সেন্ট লুইস ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি নিজের অসুস্থ ভাই ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আমেরিকা সফরে যান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪    

#freemarziyehhashemi 

#pray4marziehhashemi

ট্যাগ