আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত ইরান; গুরুত্বপূর্ণ বাণী দেবেন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i68021-আল্লাহু_আকবার_ধ্বনিতে_প্রকম্পিত_ইরান_গুরুত্বপূর্ণ_বাণী_দেবেন_সর্বোচ্চ_নেতা
আজ (সোমবার) ইরানে পালিত হচ্ছে ইসলামি বিপ্লবের বিজয় দিবস। এ উপলক্ষে এরইমধ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ দেশজুড়ে অনুষ্ঠিত হবে বিশাল মিছিল ও শোভাযাত্রা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ০২:৩৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

আজ (সোমবার) ইরানে পালিত হচ্ছে ইসলামি বিপ্লবের বিজয় দিবস। এ উপলক্ষে এরইমধ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ দেশজুড়ে অনুষ্ঠিত হবে বিশাল মিছিল ও শোভাযাত্রা।

ধারণা করা হচ্ছে এতে লাখো-কোটি মানুষ অংশ নেবে। বিজয় দিবসকে সামনে রেখে গতরাত নয়টায় সারাদেশ প্রকম্পিত হয়ে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে। ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ীর ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীসহ জাতীয় নেতা ও ব্যক্তিত্বরা আগামীকালের মিছিল ও শোভাযাত্রায় অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে সর্বোচ্চ নেতা খুব শিগগিরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণী দেবেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ ওই বাণীতে দিকনির্দেশনামূলক তথ্য থাকবে বলে জানা গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১