ওয়ারশ’ সম্মেলনের সঙ্গে ইরানে সন্ত্রাসী হামলার সম্পর্ক রয়েছে: জারিফ
ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে গতরাতের ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পোল্যান্ডে তেহরান বিরোধী সম্মেলন শুরুর একই দিনে ইরানে এই সন্ত্রাসী হামলা মোটেই দৈবক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়।
জারিফ এক টুইটার বার্তায় লিখেছেন, যেসব সন্ত্রাসী ইরানের সীমান্তরক্ষীদের নির্মমভাবে হত্যা করেছে তাদেরই সহযোগীরা ওয়ারশ’তে উল্লাস প্রকাশ করেছে এবং টুইট বার্তা পাঠিয়ে এই হামলার প্রতি সমর্থন জানিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দৃশ্যত আমেরিকা সব সময় একই ধরনের ভুল করা সত্ত্বেও ভিন্ন ধরনের ফলাফল আশা করে।
বুধবার রাতে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ-জাহেদান মহাসড়কে ইরানি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বহনকারী বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ সীমান্তরক্ষী নিহত ও ১৩ জন আহত হন। হতাহত সীমান্তরক্ষীরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্য।
সৌদি আরব সমর্থিত উগ্র জঙ্গি গোষ্ঠী জেইশুজ জুলুম এক বিবৃতিতে ভয়াবহ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আমেরিকার উদ্যোগে যখন ইরান বিরোধী সম্মেলনে শুরু হয়েছে তখন ইরানে এই হামলা হলো।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪