ইয়েমেন সম্পর্কে কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়নি ইরান: কাসেমি
(last modified Mon, 18 Feb 2019 23:43:40 GMT )
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ০৫:৪৩ Asia/Dhaka
  • গত নভেম্বরে ইরান সফরে এসে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন জেরেমি হান্ট
    গত নভেম্বরে ইরান সফরে এসে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন জেরেমি হান্ট

ইয়েমেনের ওপর ভয়াবহ সৌদি আগ্রাসন থেকে সৃষ্ট যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ইরান পাশ্চাত্যের দাবি মেনে নিয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট যে দাবি করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। হান্ট দাবি করেছিলেন, ইয়েমেন যুদ্ধ বন্ধের ব্যাপারে লন্ডনকে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।

তার এ দাবি নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “ইরান কোনো দেশ বা পক্ষকে ইয়েমেন সম্পর্কে কোনো প্রতিশ্রুতি দেয়নি।”

লন্ডন-ভিত্তিক আরবি দৈনিক আশশারকুল আওসাত পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জেরেমি হান্ট দাবি করেন, গত নভেম্বরে তার তেহরান সফরের সময় ইয়েমেন যুদ্ধ সমাপ্তিতে সাহায্য করার লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তাকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

এ সম্পর্কে কাসেমি বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জারিফ শুধুমাত্র ইয়েমেন যুদ্ধ সমাপ্তির ব্যাপারে চলমান আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে কথা বলেন। সেইসঙ্গে তিনি ইরানের এই নীতি অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে দেশটির চলমান সংকটের নিরসন করতে হবে।

ইরানের এই মুখপাত্র বলেন, ইয়েমেন একটি স্বাধীন দেশ এবং সেদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র ইয়েমেনের পক্ষগুলোর রয়েছে।  কাজেই দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বা হস্তক্ষেপ করার কোনো অবস্থায় ইরান নেই। তবে দেশটি শান্তি আলোচনা এগিয়ে নিতে এবং ইয়েমেনের জনগণের জন্য মানবিক ত্রাণের ব্যবস্থা করতে তেহরান ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইতালিসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯         

ট্যাগ