‘ইরান-পাকিস্তান সহযোগিতা সীমান্তে নিরাপত্তাহীনতা দূর করবে’
(last modified Thu, 21 Feb 2019 01:09:02 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ০৭:০৯ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি
    ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি

ইরানের সীমান্ত পুলিশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি বলেছেন, ইরান-পাকিস্তান সীমান্তে দু’দেশের নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে শত্রুদের বিশৃঙ্খলা সৃষ্টির সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে।

তিনি বুধবার তেহরানে বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন।  পাকিস্তানের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক বিরাজ করছে জানিয়ে জেনারেল রেজায়ি বলেন, দু’দেশের সীমান্তবর্তী এলাকায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য ইসলামাবাদকেও উদ্যোগী হতে হবে।

ইরানের পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জওয়ানদের বহনকারী একটি বাসে ভয়াবহ গাড়িবোমা হামলার এক সপ্তাহ পর ইরানের সীমান্ত পুলিশ বাহিনীর কমান্ডার এ মন্তব্য করলেন।

সন্ত্রাসী হামলায় নিহত জওয়ানদের দাফন অনুষ্ঠানে যোগ দেন হাজার হাজার মানুষ

গত ‌‌১৩ ফেব্রুয়ারি বুধবার চালানো ওই হামলায় আইআরজিসি’র ২৭ জওয়ান নিহত ও ১৩ জন আহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জেইশুল আদল এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

আইআরজিসি প্রাথমিক তদন্তের জের ধরে বলেছে, ১৩ ফেব্রুয়ারির হামলাকারীর পাশাপাশি এতে জড়িত আরো দুই সন্ত্রাসী পাকিস্তানি নাগরিক এবং তারা সৌদি পরিকল্পনায় এ হামলা চালিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি এ সম্পর্কে আরো বলেন, শত্রুরা উগ্র সন্ত্রাসীদেরকে ইরান সীমান্তের কাছে পাকিস্তানের অভ্যন্তরে মোতায়েন করেছে। সীমান্তবর্তী অঞ্চলের উঁচু পাহাড় ও দুর্গম এলাকা ব্যবহার করে এসব সন্ত্রাসী মাঝেমধ্যে ইরানে অনুপ্রবেশ করছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১           

ট্যাগ