আমেরিকা এখন আর পরাশক্তি নয়: ইরান
(last modified Wed, 06 Mar 2019 04:36:38 GMT )
মার্চ ০৬, ২০১৯ ১০:৩৬ Asia/Dhaka
  • আমেরিকা এখন আর পরাশক্তি নয়: ইরান

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, ইরান কখনোই কোনো মুসলিম দেশের জন্য হুমকি সৃষ্টি করে নি। তিনি ইমাম হোসেন (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে এ কথা বলেন।

রাহিম সাফাভি আরও বলেছেন, ইসলামি ইরান এখন পশ্চিম এশিয়ার প্রধান শক্তি এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে বলেন, আমেরিকার পতনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মার্কিন শাসকরাও জানে তারা দুর্বল হয়ে পড়েছে এবং এখন আর তারা পরাশক্তি নয়। তাদের ক্ষমতা থাকলে সিরিয়ার বাশার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করতো বলে তিনি জানান।

সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লব গোটা বিশ্বের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬ 

ট্যাগ