নওরোজের প্রাক্কালে তাবরিজের বাজার
(last modified Sun, 17 Mar 2019 11:13:38 GMT )
মার্চ ১৭, ২০১৯ ১৭:১৩ Asia/Dhaka
  • তাবরিজের বাজার
    তাবরিজের বাজার

ইরানের সবচেয়ে বড় উৎসব নওরোজ। ঐতিহ্যবাহী এ উৎসবের আগে ইরানব্যাপী স্বাভাবিক ভাবেই কেনাকাটার ধুম পড়ে যায়।

তাবরিজের বাজারের দৃশ্য

উৎসবকে ঘিরে পোশাক থেকে শুরু করে গালিচা পর্যন্ত – নানা পণ্যের প্রয়োজন পড়ে। নওরোজের প্রাক্কালে তাবরিজের বাজারের এ সব ছবি তুলেছেন ইরানের তাসমিম নিউজের আলোকচিত্রী রেজা আদিল।

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন