দায়েশ কখনো অশুভ লক্ষ্য অর্জন করতে পারবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69057-দায়েশ_কখনো_অশুভ_লক্ষ্য_অর্জন_করতে_পারবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আফগানিস্তানের রাজধানী কাবুলে উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের বোমা হামলার তীব্র নিন্দা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, উগ্র এ গোষ্ঠী কখনো তাদের অশুভ লক্ষ্য অর্জন করতে পারবে না।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০১৯ ১৩:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আফগানিস্তানের রাজধানী কাবুলে উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের বোমা হামলার তীব্র নিন্দা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, উগ্র এ গোষ্ঠী কখনো তাদের অশুভ লক্ষ্য অর্জন করতে পারবে না।  

গত বৃহস্পতিবার নওরোজ বা ফার্সি নতুন বছর উদযাপনের সময় কাবুল বিশ্ববিদ্যালয় ও কারতে সাখি মাজারের কাছে কয়েকদফা বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়। হামলার দায়িত্ব স্বীকার করেছে দায়েশ সন্ত্রাসীরা। হামলায় হতাহত ও তাদের স্বজন এবং আফগান সরকারের প্রতি সমবেদনা জানান বাহরাম কাসেমি। গত বছর নওরোজের সময় দায়েশের বোমা হামলায় ওই মাজারের কাছে ৩৩ জন নিহত হয়েছিল।

দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো

বাহরাম কাসেমি বলেন, “নওরোজ এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় সংস্কৃতি এ অঞ্চলের  বিভিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করছে। কিন্তু কাবুল হামলার মাধ্যমে পরিষ্কার হলো যে, উগ্র গোষ্ঠী দায়েশ এই ঐক্য বিনষ্ট করতে চায়। তবে আমরা নিশ্চিত, তারা আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভিক্তি সৃষ্টি করতে পারবে না।”#

পার্সটুডে/এসআইবি/২৩