পূর্বঘোষণা ছাড়াই ইরানের প্রেস টিভির অ্যাকাউন্ট বন্ধ করে দিল গুগল
এপ্রিল ১৯, ২০১৯ ১৬:১০ Asia/Dhaka
ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি এবং স্প্যানিশ ভাষার নিউজ চ্যানেল হিসপান টিভির ইউটিউব চ্যানেল ও জিমেইলসহ অফিসিয়াল অ্যাকাউন্টগুলো বন্ধ করে করে দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন গুগল। কোনও পূর্বঘোষণা ছাড়াই এগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
গুগল দাবি করেছে, তাদের ভাষায়, নীতি ভঙ্গের দায়ে এগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নিজ অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করার পর গুগলের বার্তা দেখতে পেয়েছে প্রেসটিভি। এতে বলা হয়েছে, গুগলের নীতি ভঙ্গকারী কাজে ব্যবহারের দায়ে আপনার অ্য কাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে এবং এটি আর চালু করা হবে না।
অবশ্য, ইউটিউবে প্রেস টিভির চ্যানেলে আপলোড করা ভিডিও দেখা যাচ্ছে কিন্তু নতুন করে কোনও ভিডিও এতে আপলোড করা সম্ভব হচ্ছে না।
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৯