২৯০ মার্কিন গুপ্তচরকে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69704-২৯০_মার্কিন_গুপ্তচরকে_শনাক্তের_পর_গ্রেপ্তার_করা_হয়েছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি বলেছেন, ইরানসহ বিভিন্ন দেশে ২৯০ জন মার্কিন গুপ্তচরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সদস্য। তিনি আজ (শুক্রবার) তেহরানে জুমার নামাজের মূল খুতবার আগে দেওয়া ভাষণে এ তথ্য জানান। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০১৯ ১৮:০৯ Asia/Dhaka
  • গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি
    গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি বলেছেন, ইরানসহ বিভিন্ন দেশে ২৯০ জন মার্কিন গুপ্তচরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সদস্য। তিনি আজ (শুক্রবার) তেহরানে জুমার নামাজের মূল খুতবার আগে দেওয়া ভাষণে এ তথ্য জানান। 

আলাভি বলেন, বিভিন্ন বন্ধুপ্রতীম দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র এজেন্টদের শনাক্ত করার পর ওই সব দেশের সরকারকে এ বিষয়ে তথ্য দিয়েছে ইরান। দ্বিপক্ষীয় সহযোগিতায় সিআইএ'র সঙ্গে ওই সব ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়। এর ফলে সিআইএ বিস্মিত হয়ে পড়ে এবং আমেরিকা এ সংক্রান্ত ব্যর্থতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, আমেরিকার একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এই ব্যর্থতাকে ১১ সেপ্টেম্বরের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের গোয়েন্দাদের বিরুদ্ধে ইরান একই ধরণের সফলতা পেয়েছে বলে তিনি জানান। আলাভি বলেন, গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রে এসব সফলতা সম্পর্কে বিস্তারিত তথ্য অদূর ভবিষ্যতে প্রকাশ করা হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯