কিশোর ক্বারীর তেলাওয়াত শুনে মুগ্ধ হলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i70231-কিশোর_ক্বারীর_তেলাওয়াত_শুনে_মুগ্ধ_হলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের কিশোর ক্বারী মোহাম্মদ রেজা তাহেরির তেলাওয়াত শুনে মুগ্ধ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০৯, ২০১৯ ১৬:৩০ Asia/Dhaka
  • কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা
    কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের কিশোর ক্বারী মোহাম্মদ রেজা তাহেরির তেলাওয়াত শুনে মুগ্ধ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

পবিত্র রমজান উপলক্ষে গত ৬ মে রাতে তেহরানের হযরত ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে তিন ঘণ্টাব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একদল ইরানি ক্বারীর সঙ্গে মোহাম্মদ রেজা তাহেরিও কুরআন তেলাওয়াত করেন। ইরানের সর্বোচ্চ নেতা মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শোনেন এবং প্রশংসা করেন।

মোহাম্মদ রেজা তাহেরি

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের পাশাপাশি দোয়া এবং আহলে বাইতের প্রশংসাসূচক সঙ্গীত পরিবেশন করা হয়।

কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা

পবিত্র কুরআন নাজিলের মাস রমজানকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে কুরআন তেলাওয়াত, প্রশিক্ষণ এবং জীবনের সর্বক্ষেত্রে কুরআন অনুশীলন ও বাস্তবায়নের মাস হিসেবে পালন করা হয়। এ মাসে বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে কুরআন তেলাওয়াতের উদ্যোগ নেয়া হয়। জাতীয় পর্যায়ের কুরআন মাহফিলে উপস্থিত থাকেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯