অনুমতি ছাড়া ইরানের আকাশে কোনো কিছুই ঢুকতে পারবে না: সাবাহিফার্দ
-
ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ বলেছেন, তারা শত্রুর যেকোনো হুমকি মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন। তিনি আজ (শনিবার) বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের খবর প্রসঙ্গে তিনি বলেন, হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে ইরানের প্রতিটি পয়েন্টকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। বিশেষকরে ইরানের দক্ষিণাঞ্চল পুরোপুরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সাবাহিফার্দ বলেন, মার্কিন বিমানবাহী রণতরীসহ শত্রুদের তৎপরতা সম্পর্কে গণমাধ্যমে যেসব প্রচার-প্রচারণা রয়েছে সেগুলোকে ইরানের সশস্ত্র বাহিনী কোনো গুরুত্ব দেয় না।
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি ও সামর্থ্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অনুমতি ছাড়া ইরানের আকাশে কোনো কিছুই প্রবেশ করতে পারবে না।
সম্প্রতি আমেরিকা ইরানের প্রতি বিদ্বেষমূলক আচরণের অংশ হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী ও বোমারু বিমান পাঠিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহেম্মদ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।