ইউরোপীয় কূটনীতি পঙ্গু করতে চায় আমেরিকা: ইরানি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i71119-ইউরোপীয়_কূটনীতি_পঙ্গু_করতে_চায়_আমেরিকা_ইরানি_রাষ্ট্রদূত
ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য অব্যাহত রাখার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা ‘ইনসটেক্স’ চালুর চেষ্টা চলছে তা বানচালের মাধ্যমে আমেরিকা ইউরোপীয় কূটনৈতিক প্রচেষ্টা পঙ্গু করতে চায়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১১, ২০১৯ ১৬:৩২ Asia/Dhaka
  • হামিদ বায়েদিনেজাদ
    হামিদ বায়েদিনেজাদ

ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য অব্যাহত রাখার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থা ‘ইনসটেক্স’ চালুর চেষ্টা চলছে তা বানচালের মাধ্যমে আমেরিকা ইউরোপীয় কূটনৈতিক প্রচেষ্টা পঙ্গু করতে চায়।

আজ (মঙ্গলবার) তার নিজের টুইটার পেইজে এক পোস্টে একথা বলেছেন বায়েদিনেজাদ। তিনি আশা করেন, মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরমাণু সমঝোতার জন্য সবচেয়ে বড় হুমকি সৃষ্টি করেছে- সবাই এ সম্পর্কে সতর্ক হবে।

গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল ‘ব্লুমবার্গ’ জানিয়েছে, মার্কিন প্রশাসন ইনসটেক্স ব্যবস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পর্যালোচনা করে দেখছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস (বামে) ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি

গত ১ জানুয়ারি রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইনসটেক্স গ্রহণ করেন। এ ব্যবস্থা চালুর মাধ্যমে ইরান ও ইউরোপের মধ্যে বাণিজ্য টিকিয়ে রাখার চেষ্টা চলছে। সোমবার ইরান সফরের সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, ইউরোপের প্রধান তিন শক্তি ইনসটেক্স চালু রাখতে চায় যাতে পরমাণু সমঝোতা বেঁচে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।