ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন জাপানি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i71154-ইরানি_প্রেসিডেন্টের_সঙ্গে_বৈঠকে_বসেছেন_জাপানি_প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আজ (বুধবার) থেকে ইরানে দুই দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। রাজধানী তেহরানের মেহরাবাদ বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। এরপর ইরানের ঐতিহাসিক সা'দাবাদ প্রাসাদে জাপানি প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১২, ২০১৯ ১৮:০৮ Asia/Dhaka
  • ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন জাপানি প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আজ (বুধবার) থেকে ইরানে দুই দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। রাজধানী তেহরানের মেহরাবাদ বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। এরপর ইরানের ঐতিহাসিক সা'দাবাদ প্রাসাদে জাপানি প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

এরপরই শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকে বসেন রুহানি। আগামীকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে দেখা করবেন জাপানি প্রধানমন্ত্রী। সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠককে শিনজো অ্যাবের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হচ্ছে। 

ইসলামি বিপ্লবের পর এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী ইরান সফরে এলেন। 

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি এ সফর প্রসঙ্গে বলেছেন, দুই দেশের সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এরই আলোকে বৈঠকে দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া যেসব বিষয়ে উভয় দেশের অভিন্ন স্বার্থ ও আগ্রহ রয়েছে সেসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।

সরকারের মুখপাত্র আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আনুষ্ঠানিক আমন্ত্রণে এ সফল অনুষ্ঠিত হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।