ওমান সাগরে তেল ট্যাংকারে বিস্ফোরণ: সব ক্রু'কে উদ্ধার করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71171-ওমান_সাগরে_তেল_ট্যাংকারে_বিস্ফোরণ_সব_ক্রু'কে_উদ্ধার_করেছে_ইরান
ওমান সাগরে ভয়াবহ হামলার শিকার দু'টি তেলবাহী ট্যাংকারের ৪৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে ইরান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৩, ২০১৯ ১৬:২৫ Asia/Dhaka
  • ইরানের দক্ষিণ উপকূলে জাসকে একটি তেল ট্যাংকার ( ফাইল ছবি)
    ইরানের দক্ষিণ উপকূলে জাসকে একটি তেল ট্যাংকার ( ফাইল ছবি)

ওমান সাগরে ভয়াবহ হামলার শিকার দু'টি তেলবাহী ট্যাংকারের ৪৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে ইরান।

একটি সূত্র জানিয়েছে, ইরানের একটি উদ্ধারকারী জাহাজ একটি তেল ট্যাংকার থেকে ২৩ জন ক্রুকে এবং অন্যটি থেকে ২১ জন ক্রুকে উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের জাসকে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার ইরানের সংবাদ সংস্থা ইরনা এ খবর দিয়েছে। এর আগে তেল ট্যাংকার দুটিতে হামলার পর বিস্ফোরণ ঘটে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

একটি তেল ট্যাংকারে ইরানের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিট এবং অন্যটিতে ৯টা ৫০ মিনিটে আগুন লাগে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানিয়েছে। হামলার বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায় নি। তবে ট্যাংকার দুটি থেকে প্রতিবেশী দেশগুলোর কাছে বিপদ সংকেত পাঠানো হয়েছে। এদিকে, মার্কিন নৌবাহিনী দাবি করেছে যে ইরানের উদ্ধারকারী জাহাজ ক্রুদের উদ্ধারে যাওয়ার আগে তারা তেল ট্যাংকার দু'টিকে সহায়তা দিচ্ছিলেন। আগুন থেকে বাঁচতে ক্রুরা সাগরে নেমে পড়েছিলেন বলে জানা গেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।