জাহাজে হামলার অভিযোগ সুস্পষ্টভাবে নাকচ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71189-জাহাজে_হামলার_অভিযোগ_সুস্পষ্টভাবে_নাকচ_করল_ইরান
ওমান সাগরে দুটি তেলবাহী জাহাজে হামলার বিষয়ে মার্কিন সরকারের অভিযোগ সরাসরি নাকচ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে ইরানি মিশন গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতির মাধ্যমে মার্কিন অভিযোগকে ভিত্তিহীন ও নির্লজ্জ অভিযোগ বলে মন্তব্য করে। মার্কিন অভিযোগের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দাও জানিয়েছে ইরানি মিশন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৪, ২০১৯ ১২:২৬ Asia/Dhaka
  • ওমান সাগরে সন্দেহজনক হামলার শিকার একটি জাহাজ
    ওমান সাগরে সন্দেহজনক হামলার শিকার একটি জাহাজ

ওমান সাগরে দুটি তেলবাহী জাহাজে হামলার বিষয়ে মার্কিন সরকারের অভিযোগ সরাসরি নাকচ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে ইরানি মিশন গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতির মাধ্যমে মার্কিন অভিযোগকে ভিত্তিহীন ও নির্লজ্জ অভিযোগ বলে মন্তব্য করে। মার্কিন অভিযোগের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দাও জানিয়েছে ইরানি মিশন।

এর আগে ওমান সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ইএসএস ম্যাশন থেকে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানানো হয়েছে যে, তেলবাহী জাহাজ কোকুকা কারেজাস ও ফ্রন্ট আলতেয়ারে টর্পেডো হামলা চালিয়েছে ইরান। পরে এক সংবাদ ব্রিফিংয়ে পম্পেও জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্য, ব্যবহৃত অস্ত্র, অভিযান বাস্তবায়নের অভিজ্ঞতা, অন্য জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা -এসবের ওপর ভিত্তি করে আমাদের এই মূল্যায়ন।

Image Caption

জাতিসংঘে ইরানি মিশন আরো বলেছে, “তথ্য বিকৃতি ও ভুল তথ্য প্রচার অথবা নির্লজ্জ দোষারোপ কোনটাই বাস্তবতাকে বদলে দিতে পারবে না। আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদেরকে অবশ্যই যুদ্ধংদেহী মনোভাব পরিবর্তন করতে হবে এবং মিথ্যা অভিযোগ ও দুরঅভিসন্ধিমূলক ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, নিজের বন্দরগুলোর নিরাপত্তার জন্য রিয়াদ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে হামলাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যখন ইরানে ঐতিহাসিক সফরে ছিলন তখন এ হামলা হয়।#  

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।