‘ইন্‌সটেক্স চালু হয়েছে’: ইউরোপ- ইরান: ‘ইতিবাচক কিন্তু যথেষ্ট নয়’
(last modified Sat, 29 Jun 2019 00:06:40 GMT )
জুন ২৯, ২০১৯ ০৬:০৬ Asia/Dhaka
  • ভিয়েনায় শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের কয়েক দফা বৈঠক হয়
    ভিয়েনায় শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের কয়েক দফা বৈঠক হয়

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আর্থিক লেনদেন করার বিশেষ ব্যবস্থা- ইন্‌সটেক্স চালু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক পদস্থ কর্মকর্তা হেলগা শ্মিড বলেছেন, ইন্‌সটেক্স চালু হয়েছে এবং এর মাধ্যমে প্রথম আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার পথে রয়েছে।

এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানানোর পাশাপাশি বলেছে, “ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করার প্রচেষ্টা জোরদার করা হবে।”

ভিয়েনা বৈঠকের একটি সেশনে হেলগা শ্মিড (বামে) ও আব্বাস আরাকচি (ডানে)

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইউরোপের সঙ্গে তার দেশের আর্থিক লেনদেনের বিশেষ এই ব্যবস্থা চালু হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল (শুক্রবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অবশিষ্ট পাঁচ দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও ইরানের মধ্যে এক যৌথ বৈঠকে ইন্‌সটেক্স চালু হওয়ার কথা জানানো হয়।

তবে আরাকচি বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, এ বৈঠকে ইতিবাচক কিছু পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়ে হলেও ইরানের দৃষ্টিতে তা যথেষ্ট নয়। তিনি আরো বলেন, ইরানের তেল রপ্তানি স্বাভাবিক করার বিষয়টি ইউরোপকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এবং ইরান তেল রপ্তানি করতে না পারলে ইন্‌সটেক্স খুব একটা কাজে আসবে না।  

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার এক বছর পূর্তিতে গত ৮ মে ইরান ঘোষণা করে, এ সমঝোতায় টিকে থাকা বাকি দেশগুলো পরবর্তী ৬০ দিনের মধ্যে তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে তেহরান তার দেয়া প্রতিশ্রুতির কিছু অংশের বাস্তবায়ন স্থগিত রাখবে। ইরানের দেয়া সে আল্টিমেটাম শেষ হওয়ার প্রায় ১০ দিন আগে ইন্‌সটেক্স চালু করার কথা ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৯

ট্যাগ