'ড্রোন ধ্বংস এবং তেল ট্যাংকার আটকের ঘটনা ইরানের শক্তিমত্তার বহিঃপ্রকাশ'
-
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি\\\'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ।
ইরানে অনুপ্রবেশকারী মার্কিন আগ্রাসী গোয়েন্দা ড্রোন ভুপাতিত হওয়া এবং হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের মাধ্যমে ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ।
গতকাল (বুধবার) ইরানের মাশহাদ নগরীতে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ বলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর ২ কোটি ইন্টানেট ব্যবহারকারী এ বাহিনীর সাহসিকতাপূর্ণ পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী গত ২০ জুন দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগান প্রদেশের কুহে মোবারক এলাকার আকাশে অনুপ্রবেশকারী আমেরিকার তৈরি গ্লোবাল হক মডেলের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করে। এছাড়া, ব্রিটিশ তেল ট্যাংকার 'স্টেনা ইমপেরো'- জিপিএস বন্ধ রাখায় এবং হরমুজ প্রণালীতে ধারাবাহিক সতর্কতা অবজ্ঞা করায় গত ১৯ জুলাই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এটিকে আটক করে।
মুখপাত্র রামেজান শরিফ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী যেভাবে অবৈধভাবে অনুপ্রবেশকারী আমেরিকার অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে এখন পর্যন্ত কোনো দেশই তা করার দুঃসাহস দেখাতে পারে নি। উগ্র সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের অসহায়ত্ব এবং ব্যর্থতা ঢাকতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন বলে উল্লখে করে কমান্ডার শরিফ। শত্রুদের নানা ষড়যন্ত্র এবং আগ্রাসনের মোকাবেলায় আইআরজিসির নেয়া পদক্ষেপের প্রতি ইরানি জাতির দৃঢ় সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
পার্সটুডে/বাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।