সতর্কতার সঙ্গে এ অঞ্চলের ঘটনাবলীর ওপর নজর রাখছি: তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 27 Jul 2019 13:49:16 GMT )
জুলাই ২৭, ২০১৯ ১৯:৪৯ Asia/Dhaka
  • সতর্কতার সঙ্গে এ অঞ্চলের ঘটনাবলীর ওপর নজর রাখছি: তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা আজ তেহরানে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বলেছেন, তার দেশ অত্যন্ত সতর্কতার সঙ্গে এ অঞ্চলের ঘটনাবলীর ওপর নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী এ অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

স্মরণ করা যেতে  পারে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা এবং চূড়ান্ত সমঝোতায় উপনীত হওয়ার ক্ষেত্রে ওমান ইতিবাচক ভূমিকা পালন করেছিল। এ ছাড়া, আঞ্চলিক নানা বিষয়েও ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখে চলেছে ওমান। ইরান ও ওমানের মধ্যে আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার কারণে এ দুদেশের কর্মকর্তাদের মধ্যে ঘন ঘন সফর বিনিময় বজায় রয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে চলতি বছর ২০মে তেহরানে এসেছিলেন। সেসময়ও তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথাবার্তা বলেন।

শান্তি প্রতিষ্ঠা গবেষণা বিষয়ক আন্তর্জাতিক গবেষক ওয়াহিদ সালভাকি মনে করেন, জাতীয় স্বার্থ রক্ষা ও কূটনৈতিকপন্থায় যেকোনো সমস্যা সমাধান করা ওমানের পররাষ্ট্র নীতির অন্যতম অংশ। তিনি বলেন, ওমানের পররাষ্ট্র নীতিতে  প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করা এবং তাদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রক্ষা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন জোটে সক্রিয় উপস্থিতির ওপর জোর দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক বছরে ওমান আন্তর্জাতিক বেশ কিছু ইস্যুতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।

মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর ব্যাপারে ইরানের কর্মকর্তাদের সঙ্গে ওমানের আলোচনা থেকে তাদের বিশ্বস্ততা, আন্তরিকতা ও গঠনমূলক ভূমিকার বিষয়টিই ফুটে ওঠে। এ কারণে এ অঞ্চলে ওই দেশটির গ্রহণযোগ্যতা ব্যাপক বেড়েছে। ইরানের সঙ্গে ওমানের ঘনিষ্ঠ সম্পর্ক আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। বিশেষ করে ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশই হরমুজ প্রণালীর অংশীদার হওয়ায় সম্পর্কের গুরুত্ব অনেক বেড়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, তেহরান ও মাস্কাট নিজেদের অভ্যন্তরীণ সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আঞ্চলিক বহু সমস্যার সমাধান করতে পারে। বিশেষ করে ওমান প্রমাণ করেছে তারা ইরানের জন্য কোনো হুমকিতো নয় বরং তারা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের উপস্থিতিকে জরুরি বলে মনে করে।

আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ফের ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও ওমান প্রথম থেকেই নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং সেইসঙ্গে দেশটি তেহরানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করেছে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭

 

ট্যাগ