ব্রিটেনের প্রস্তাব ইরানের জন্য ‘বিদ্বেষী বার্তা’ বহন করছে: মুখপাত্র
(last modified Mon, 29 Jul 2019 03:11:55 GMT )
জুলাই ২৯, ২০১৯ ০৯:১১ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

কয়েকটি ইউরোপীয় দেশ পারস্য উপসাগরে যৌথ নৌবহর মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইউরোপীয় যুদ্ধজাহাজ প্রেরণের সিদ্ধান্তকে উসকানিমূলক তৎপরতা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এ সিদ্ধান্ত ইরানের জন্য বিদ্বেষী বার্তা বহন করছে এবং এর ফলে উত্তেজনা আরো বাড়বে।

ব্রিটিশ সরকার সম্প্রতি পারস্য উপসাগরে একটি যৌথ ইউরোপীয় নৌবহর মোতায়েনের যে প্রস্তাব করেছে তাতে ইতিবাচক সাড়া দিয়েছে ফ্রান্স, ইতালি ও ডেনমার্কসহ আরো কয়েকটি দেশ।এ ছাড়া, গতকাল রোববার ব্রিটেনের দ্বিতীয় যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে। 

গতকাল রোববার ব্রিটেনের দ্বিতীয় যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করে

আলী রাবিয়ি এ সম্পর্কে সাংবাদিকদের বলেন, ইরান সব ইউরোপীয় দেশকে এ ধরনের উসকানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ইরান সরকারের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষা করবে এ অঞ্চলের দেশগুলো এবং এখানকার নিরাপত্তা রক্ষাকারী সবচেয়ে বড় দেশ হিসেবে ইরান ইউরোপকে পারস্য উপসাগর পরিহার করে চলার পরামর্শ দিচ্ছে। রাবিয়ি বলেন, এ অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপের যে প্রস্তাব দিয়েছেন তার চেয়ে ভালো কোনো পরিকল্পনা হতে পারে না।

পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ