রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভের সঙ্গে ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরির সাক্ষাৎ
(last modified Tue, 13 Aug 2019 00:45:42 GMT )
আগস্ট ১৩, ২০১৯ ০৬:৪৫ Asia/Dhaka
  • ইসহাক জাহাঙ্গিরি- দিমিত্রি মেদভেদেভ
    ইসহাক জাহাঙ্গিরি- দিমিত্রি মেদভেদেভ

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আমেরিকা পারস্য উপসাগরে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এ অঞ্চলে সামরিক জোট গঠন করতে চায়। তিনি আরো বলেছেন, শত শত বছর ধরে তার দেশ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করেছে; কাজেই এখন সে নিরাপত্তা রক্ষার দায়িত্ব কোনো বহিঃশক্তির পালন করার প্রয়োজন নেই।

কাস্পিয়ান সাগর তীরবর্তী পাঁচ দেশের শীর্ষ কর্মকর্তাদের প্রথম অর্থনৈতিক সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন জাহাঙ্গিরি। সোমবার তুর্কমেনিস্তানের আওয়াজা শহরে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

মেদভেদেভের সঙ্গে সাক্ষাতে ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরে আমেরিকার সাম্প্রতিক উসকানিমূলক তৎপরতার কারণে এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। রাশিয়াসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো আমেরিকার এই উসকানিমূলক পদক্ষেপ বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জাহাঙ্গিরি মন্তব্য করেন।

তুর্কমেনিস্তানের আওয়াজা শহরে পাঁচ দেশের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টদের সম্মেলনের অবকাশে ফটোসেশন

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অন্যায়ভাবে বেরিয়ে যাওয়ার কথা জানিয়ে ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি এ সমঝোতার বাকি দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আহ্বান জানান।

ইরান-রাশিয়া সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় জানিয়ে ইসহাক জাহাঙ্গিরি বলেন, জ্বালানীসহ সকল ক্ষেত্রে মস্কোর সঙ্গে সহযোগতিা শক্তিশালী করতে তেহরান প্রস্তুত রয়েছে।

সাক্ষাতে রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ বলেন, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে চরম বিদ্বেষী আচরণ করে যাচ্ছে আমেরিকা। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ওই সমঝোতার ব্যাপারে যে নীতি গ্রহণ করেছে তাকে যুক্তিপূর্ণ ও বীরোচিত বলে মন্তব্য করেন রুশ প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ