আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে মূল্য দিতে হবে: ইরান
(last modified Tue, 27 Aug 2019 00:56:07 GMT )
আগস্ট ২৭, ২০১৯ ০৬:৫৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    সংবাদ সম্মেলনে ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

সিরিয়া, লেবানন ও ইরাকে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এসব আগ্রাসন চালানোর জন্য তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী মনোভাবের ব্যাপারে মধ্যপ্রাচ্যের জনগণের ধৈর্যধারণকে তাদের দুর্বলতা হিসেবে ধরে নেয়ার ব্যাপারে তিনি তেল আবিবকে সতর্ক করে দেন। আলী রাবিয়ি বলেন, ইরাক, সিরিয়া ও লেবাননের জনগণের আত্মরক্ষার যে অধিকার রয়েছে তার প্রতি তেহরান পূর্ণ সমর্থন জানায়।

রোববার এক ভাষণে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তার প্রতি সমর্থন ব্যক্ত করেন ইরান সরকারের মুখপাত্র। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে অত্যন্ত ধৃষ্টতার সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। 

ইরাকের সরকার-পন্থি হাশদ আশ-শাবি বাহিনীর ঘাঁটিতে ইসরাইলের ড্রোন হামলা প্রসঙ্গে আলী রাবিয়ি বলেন, ইসরাইলি আগ্রাসন থেকে ইরাকি জনগণকে রক্ষা করার ক্ষেত্রে যেকোনো ধরনের সাহায্য করতে তেহরান প্রস্তুত রয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ