ইরানে পালিত হচ্ছে শোকাবহ মহররম মাসের নবম দিন- তাসুয়া
https://parstoday.ir/bn/news/iran-i73502-ইরানে_পালিত_হচ্ছে_শোকাবহ_মহররম_মাসের_নবম_দিন_তাসুয়া
বিশ্বের বিভিন্ন দেশের মতো ইরানেও আজ (সোমবার) পালিত হচ্ছে শোকাবহ মহররম মাসের নবম দিন বা তাসুয়া। কারবালার ময়দানে খোদাদ্রোহী এজিদ বাহিনীর হাতে বেহেশতের যুবকদের সর্দার ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের আগের দিন এটি।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৪:৩৯ Asia/Dhaka
  • ইরানে পালিত হচ্ছে শোকাবহ মহররম মাসের নবম দিন- তাসুয়া

বিশ্বের বিভিন্ন দেশের মতো ইরানেও আজ (সোমবার) পালিত হচ্ছে শোকাবহ মহররম মাসের নবম দিন বা তাসুয়া। কারবালার ময়দানে খোদাদ্রোহী এজিদ বাহিনীর হাতে বেহেশতের যুবকদের সর্দার ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের আগের দিন এটি।

এ উপলক্ষে কালো পোশাক পরে সারা ইরানে বিভিন্ন শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন লাখ লাখ ইরানি। রাজধানী তেহরানে রাস্তায় রাস্তায় শোক মিছিল বের হয়েছে। এতে অংশ নিচ্ছেন সব শ্রেণির মানুষ। মুসলমানদের পাশাপাশি অনেক অমুসলিমও ইমাম হোসেনের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন মিছিল ও শোকানুষ্ঠানে অংশ নিয়ে।

এ ছাড়া, ইরাকের নাজাফ ও কারবালা শহরে শোক পালন করছেন কোটি কোটি শিয়া মুসলমান। একইসঙ্গে তাসুয়ার শোক পালিত হচ্ছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আজারবাইজান, বাহরাইন, ইয়েমেন ও লেবাননসহ আরো বহু দেশে। ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার অনেক দেশেও তাসুয়ার শোক পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইরাকের কারবালায় তাসুয়ার শোকানুষ্ঠান

তাসুয়া ও আশুরার দিন ইরানি জনগণ ঐতিহ্যগতভাবে মানতের খাবার রান্না করে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দুঃস্থদের মধ্যে বন্টন করেন। এ ছাড়া, মসজিদ ও হোসেইনিয়াসহ অন্যান্য ধর্মীয় স্থানে শোক পালনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যেও বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

৬১ হিজরির ১০ মহররম পাপাচারী এজিদের বিশাল বাহিনীর সঙ্গে এক অসম যুদ্ধে বীরবিক্রমে লড়াই করে শাহাদাতের অমীয় সুধা পান করেন ইমাম হুসাইন (আ.) ও তাঁর অন্তত ৭২ জন একনিষ্ঠ সঙ্গী। চলতি বছর ইরান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের বহু দেশে আগামীকাল ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) শোকাবহ আশুরা পালিত হবে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।